
প্রকাশিত: Fri, Jan 13, 2023 3:20 PM আপডেট: Tue, Apr 29, 2025 5:13 AM
ঘরের মাঠে বরিশালের কাছে হার দিয়ে চট্টগ্রামের বিপিএল শুরু
এল আর বাদল: মিরপুর স্টেডিয়ামে পরাজয় দিয়ে বিপিএল শুরু করেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। পরের ম্যাচে তারা ঘুরে দাঁড়ায় দারুণভাবে। এরপর পা রাখে নিজ ভূমিতে। যেখানে চারটি ম্যাচ খেলবে তারা। কিন্তু প্রথম ম্যাচে ফরচুন বরিশালের কাছে ২৬ রানের হেরে গেলো তারা।
প্রথম ব্যাট করতে নেমে ইফতিখারের ঝড়ে ৭ উইকেটে ২০২ রান করে ফরচুন বরিশাল। জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রানের বেশি করতে পারেনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ম্যাচ সেরা হয়েছেন ২৬ বলে অপরাজিত ৫৭ রান করা ইফতিখার আহমেদ।
ঢাকার শেষ ম্যাচে এবারের আসরের প্রথম দুইশতাধিক রানের স্কোর গড়েছিল সিলেট। ঢাকা পর্ব যেখানে শেষ, সেখান থেকেই যেনো শুরু হলো চট্টগ্রাম পর্ব। দিনের প্রথম ম্যাচে ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তোলেন বরিশালের দুই ওপেনার মেহেদী হাসান মিরাজ এবং আনামুল হক বিজয়। ৩ ওভার শেষে ৩৩ রানের উড়ন্ত সূচনা পায় বরিশাল। মিরাজ আউট হওয়ার আগে ৩টি চার ও ১টি বিশাল ছক্কার সাহায্যে ১২ বলে ২৪ রানের ক্যামিও একটি ইনিংস খেলেন। এরপর ইব্রাহিম জাদরানের সাথে দ্রুত ৪৯ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ রিয়াদ। ২টি চার ও ২টি ছক্কার
সাহায্যে ১৭ বলে ২৫ রানের ইনিংস খেলেন রিয়াদ। ১২০ রানে ৪ উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়লেও বরিশালকে টেনে তোলেন ইব্রাহিম ও ইফতিখার। মাত্র ২ রানের জন্য হাফ সেঞ্চুরি হাতছাড়া করেন ইব্রাহিম জাদরান। ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৩ বলে ৪৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পায় চট্টগ্রামও। ৫ম ওভারের শেষ বলে যখন উসমান আউট হন তখন দলের রান ৪৮। অবশ্য আগের ম্যাচের আরেক দাপুটে ব্যাটার ম্যাক্স অবশ্য ব্যর্থ ছিলেন এদিন। উন্মুখ চাঁদও কাটিয়ে উঠতে পারেননি ব্যাট প্যাচ। ৮৮ রানে ৩ উইকেট পড়লেও রান তোলায় অনেক ধীরগতি ছিল চট্টগ্রাম। সম্পাদনা: খালিদ আহমেদ
আরও সংবাদ
[১]অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে ২৮ রানে হারলো বাংলাদেশ
[১]আজ বিশ্বকাপের সুপার এইটে ভারতের মুখোমুখি বাংলাদেশ
[১]ভয় কাটিয়ে জয় দক্ষিণ আফ্রিকার
[১]বিশ্বকাপ ক্রিকেটে আজ ভারত ও পাকিস্তান মহারণ
[১]বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে টানা চতুর্থবার শিরোপা জিতলো বাংলাদেশ
[১]যুক্তরাষ্ট্রে আজ পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের [২]স্বাগতিকদের বিরুদ্ধে মুখোমুখি কানাডা

[১]অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে ২৮ রানে হারলো বাংলাদেশ

[১]আজ বিশ্বকাপের সুপার এইটে ভারতের মুখোমুখি বাংলাদেশ

[১]ভয় কাটিয়ে জয় দক্ষিণ আফ্রিকার

[১]বিশ্বকাপ ক্রিকেটে আজ ভারত ও পাকিস্তান মহারণ

[১]বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে টানা চতুর্থবার শিরোপা জিতলো বাংলাদেশ
